বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা ও মতবিনিময় সভা শেষে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মুক্ত আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করছি। যেহেতু সোনারগাঁয়ের সাথে সিদ্ধিরগঞ্জকে নারায়ণগঞ্জ-৩ আসনে যুক্ত করা হয়েছে সেহেতু সোনারগাঁয়ের পাশাপাশি আমরা সিদ্ধিরগঞ্জের সর্বসাধারনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে অবগত করবো।
তিনি বলেন, দলের দুর্দিনে নেতাকর্মীদের ছেড়ে যাইনি। ইনশাআল্লাহ আগামী দিনেও সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর পাশে থাকবো। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হয়ে এ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল মেম্বার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদল নেতা নোবেল মীর, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুবদল নেতা আলীনুর বেপারি, আল-আমিন বেপারী, ছাত্রদল নেতা রিফাত আহমেদ ও হাসান-নুর-তামিমসহ সহস্রাধিক সাধারণ নারী-পুরুষ।
Post a Comment